Monday , April 23 2018

কারাগারে খেলা দেখতে চান খালেদা, বললেন…

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়াপারস বেগম খালেদা জিয়া ‘নিদাহাস ট্রফির’ ফাইনাল খেলা দেখার আগ্রহ জানিয়েছেন।

কারাসূত্রে জানা গেছে, রোববার দুপুরের খাবারের পর কিছুক্ষণ বিশ্রম নেন খালেদা জিয়া। এরপর এক কারা কর্মকর্তা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি বাংলাদেশ-ভারত ফাইনাল খেলাটি দেখার আগ্রহ জানান।

কারা কর্মকর্তাকে খালেদা বলেন, আমি বাংলাদেশ-ভারতের ফাইনাল খেলাটি দেখতে চাই, ব্যবস্থা করা যাবে? এসময় কারা কর্মকর্তা তাকে বলেন, ম্যাডাম বিটিভিতে খেলা দেখানো হবে। আপনি চাইলে দেখতে পারেন।

এসময় কারা কর্মকর্তা খালেদাকে প্রশ্ন করেন, ম্যাডাম কালকের খেলা দেখেছেন। উত্তরে খালেদা বলেন, না দেখিনি তবে পত্রিকায় পড়েছি। বেশ ভালো খেলেছে ছেলেরা। ওদের প্রতি আমার অভিনন্দন থাকলো।

তিনি বলেন, এতো কষ্টের মাঝেও দেশবাসী কেবল এই ক্রিকেট খেলাটা নিয়ে একটু আনন্দে মেতে থাকতে পারে। আমি চাই বাংলাদেশের ছেলেরা এরকম বীরদর্পে এগিয়ে যাক, দেশবাসীকে সবসময় আনন্দে মাতিয়ে রাখুক।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খেলা-ধুলার প্রতি তেমন আগ্রহ না থাকলেও বাংলাদেশের বিশেষ কোনো খেলা হলে এবং সময় সুযোগ থাকলে দেখে থাকেন।