Thursday , April 26 2018
Breaking News

জয়াবর্ধনের সাথে থেকে অনেক কিছুই শিখেছেন মুস্তাফিজ

হায়দ্রবাদের সাথে দুই বছরের সম্পর্ক ছুটিয়ে নতুন ক্লাব মুম্বাইয়তে এই বছর পাড়ি জমান কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। আর সেই মুম্বাইয়ের হেড কোচ হিসেবে আছেন লঙ্কান গ্রেট মাহেলা জয়াবর্ধনে।

আর জয়াবর্ধনের কাছ থেকে অনেক কিছু শিখতেও পারছেন মোস্তাফিজ। এই সম্পর্কে মুস্তাফিজ বলেন ,’নতুন কোচের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়, আমিও শেখার চেষ্টা করতেছি।’

এবারের আসরে মুম্বাই দলটিতে মুস্তাফিজের সাথে খেলছেন ভারতীয় পেস তারকা জাসপ্রিত বুমরাহও। ডেথ ওভারের অন্যতম সেরা বোলারের সাথে খেলতে পেরে বেশ আনন্দিত মুস্তাফিজ।

টাইগারদের কাটার মাস্টার বলছিলেন, ‘বুমরাহ এখন খুব ভালো বোলিং করছে। বিশেষ করে ডেথ ওভারে খুবই ভালো বোলিং করে। দুজন একসাথে বোলিং করতেছি, আমারও খুব ভালো লাগছে।’