Thursday , April 26 2018

পাকিস্তানের নম্বর ওয়ান হওয়ার পেছনে আইপিএল!

সদ্য শেষ হওয়া করাচি টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। যার সুবাধে আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে দলটির অবস্থান নম্বর ওয়ানে অক্ষুণ্ন রয়েছে।

গতবছর থেকে বেশ ছন্দময় ক্রিকেট উপহার দিচ্ছে পাকিস্তান। মজার তথ্য হলো, অধিনায়ক সরফরাজ আহমেদ নেতৃত্ব আসার পর থেকে কোন সিরিজ হারেনি পাকিস্তান। টানা সাতটি সিরিজ জয় এসেছে তার হাত ধরে। ক্রিকেটে ছোট ফরম্যাটে পাকিস্তান দলটি সর্বশেষ হেরেছিল ২০১৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

পাকিস্তানের এই অমূল পরিবর্তনের কারণে কি? কিসের শক্তিতে দীর্ঘসময় ধরে টি-২০ ফরম্যাটে আধিপত্য তাদের? এ নিয়ে সাবেক পাক ক্রিকেটার ওয়াকার ইউনিসের ব্যাখ্যা, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ না নেওয়াতে পাকিস্তানের এমন জয়জয়কার।’

তিনি বলেন, ‘আইপিএলে অংশ না নেয়ার কারণে আমাদের ছেলেদের চাওয়া বেশি করে আন্তর্জাতিক ক্রিকেট খেলা।’

প্রসঙ্গত, আইপিএলের প্রথম সিজনে (২০০৮) অংশ নিয়েছিল পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু দুই দেশের রাজনৈতিক কোন্দলে কারাণে পরবর্তীতে পাক ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণের সুযোগ মিলেনি। -ক্রিক ট্যা.