Thursday , April 26 2018
Breaking News

এবারের আইপিএলে ধারাভাষ্যকারের ভুমিকায় থাকবেন যারা

আর একদিন পরই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশ আসর। রোববার (৭ এপ্রিল) ঐতিহ্যবাহী ওয়াংখেড় স্টেডিয়ামে চেন্নাই-মুম্বাইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট।

চলুন দেখে নেয়া যাক এবারের আইপিএলে ধারাভাষ্যকারের ভুমিকায় কারা থাকবেন।

ইংরেজি ধারবাভ্যকার: হর্ষ ভঙ্গি, সাইমন ডউল, পওমি, সঞ্জয় মাঞ্জরেকার, মুরালি কার্তিক, ড্যানি মরিসন, মাইকেল ভন, গ্রায়েম স্মিথ, ডেভিড লয়েড, ইয়ান বিশপ, লিসা স্টেলেকার, ইশ গুহা, মাইকেল স্লেটার, ম্যাথু হেডেন, সুনিল গাভাস্কার, মেল জোন্স, নাসির হোসেন, মাইকেল ক্লার্ক, কেভিন পিটারসন ও রোহান গাভাস্কার।

হিন্দি ধারাভাষ্যকার: আকাশ চোপড়া, বিবেক রাজাধন, নিখিল চোপড়া, ভিভিএস লক্ষ্মণ, জাতিন স্যাপরু, সুনিল গাভাস্কার, কপিল দেব, মুরালি কার্তিক, মোহাম্মদ কাইফ, আরপি সিং, অভিষেক ন্যায়ার, রজত ভাটিয়া, ইরফান পাঠান ও প্রজ্ঞান ওঝা।

বাংলা ধারাভাষ্যকার: অশোক দীন্দা, রণদেব রঞ্জিত বসু, অভিষেক ঝুনঝুনওয়ালা, সৌরভ গাঙ্গুলি, পি রয়, সারদিন্দু মুখোপাধ্যায় ও জি ভট্টাচার্য।

কান্নাড় ধারাভাষ্যকার: সুনিল জোশী, বিজয় ভদ্রবঅজ, সুজিত সোমাসুন্দার, অখিল বালচন্দ্র, গুন্ডাপ্পা বিশ্বনাথ, শ্রীনিভাস মূর্তি, জিকে অনিল কুমার এবং কানাভী।

ধারাভাষ্যকার
তেলেগু ধারাভাষ্যকার: ভেঙ্কটপাথি রাজু, ভেনিগুপাল রাও, কল্যাণ কৃষ্ণ, সি ভেঙ্কটেশ এবং সুধীর মহাবাদি।

তামিল ধারাভাষ্যকার: হেমান বাদানি, কৃষ্ণমাারী শ্রীকান্ত, লক্ষ্মণ সিভা রামকৃষ্ণন, ভিবি চন্দ্রশেখর, অভিনব মুকুন্দ, সুব্রামানিয়াম বদ্রিনাথ এবং কে ভি সাথিয়ানায়ণ।-