Thursday , April 26 2018
Breaking News

জানা গেল জেলে সালমানের সঙ্গী ভয়ঙ্কর এক…

কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ বছরের কারাদণ্ডের সাজা পাওয়া বলিউড তারকা সালমান খানের সঙ্গী হতে যাচ্ছেন ধর্ষণের দায়ে পাঁচ বছর কারাদন্ড পাওয়া আশারাম।


জেলে সালমানকে নিরাপত্তা বিশিষ্ট ওয়ার্ডে রাখা হলেও তিনি কোন বাড়তি সুবিধা পাবেন না। অন্যান্য বন্দিদের মতই রাখা হবে এমনটাই জানিয়েছে যোধপুর সেন্ট্রাল জেলের ডিআইজি (জেল) বিক্রম সিং।

এর আগেও এই একই জেলে ১৯৯৮, ২০০৬, ২০০৭ সালে সব মিলিয়ে ১৮দিন জেলে কাটাতে হয়েছিল সালমানকে।

তবে সেবার সালমান নোংরা টয়লেটর কথা জানিয়েছিলেন। এবার অবশ্য টয়লেট নোংরা না বলেই জানিয়েছে পুলিশ।